কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি চালুর পর প্রযুক্তিনির্ভর প্রতারণার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দ্রুত উন্নত হওয়ায় এআই চ্যাটবটের মাধ্যমে প্রতারকেরা সহজেই বিভিন্ন ধরনের প্রতারণা করছে বলে সবাইকে সতর্ক করেছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। এ ধরনের প্রতারণা থেকে নিরাপদ থাকতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তাঁরা।
বিভিন্ন জরিপের তথ্যমতে, এআই চ্যাটবট সত্যিকারের মানুষের মতোই অন্যদের সঙ্গে ফোনকল বা বার্তার মাধ্যমে কথোপকথন চালাতে পারে। আর তাই ব্যবহারকারীদের বোকা বানাতে বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি এআই চ্যাটবটের মাধ্যমে ভালোবাসার প্রলোভন দেখিয়ে রোমান্স স্ক্যাম ও ফিশিং হামলার প্রবণতা বাড়ছে। এর মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তিদের কাছ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি তাদের ব্যক্তিগত তথ্য চুরি করে বড় ধরনের সাইবার হামলা চালাচ্ছেন সাইবার অপরাধীরা।