তীব্র তাপপ্রবাহে এসি ব্যবহার করে বিদ্যুৎ বিল অনেকটাই বেড়ে গেছে। তারপরও দেখা যায় ঘর ঠিকভাবে ঠান্ডা হচ্ছে না। কিংবা ঘর ঠান্ডা হতে অনেক সময় লেগে যাচ্ছে। ফলে বিদ্যুৎ খরচও বাড়ছে। কত তাপমাত্রায় এসি চালালে ঘর দ্রুত ঠান্ডা করা যায় এবং সেই সঙ্গে বিদ্যুৎ খরচও কম হয় জানেন কি?
এসির বিল যদি নিয়ন্ত্রণে রাখতে হয়, তা হলে অবশ্যই আপনাকে নজরে রাখতে হবে এসি ব্যবহারের তাপমাত্রার দিকে। সে দিকে যদি আপনার স্পষ্ট নজর থাকে, তা হলে এসির বিল থাকবে নিয়ন্ত্রণে। একটি নির্দিষ্ট তাপমাত্রায় থাকলে আপনার বিদ্যুতের খরচ অনেকটা কমবে।