ইরানের সঙ্গে সমুদ্রবন্দর পরিচালনার চুক্তি করে মার্কিন নিষেধাজ্ঞার হুমকির মুখে পড়েছে ভারত। তবে আজ দেশটি পররাষ্ট্রমন্ত্রী এই হুমকিতে পাত্তা না দেওয়ার কথা জানিয়ে বলেছেন, এই উদ্যোগ সবার জন্য সুফল বয়ে আনবে।
আজ বুধবার এই তথ্য জানিয়েছে এএফপি।
বিবিসির প্রতিবেদনে জানা গেছে, সোমবার ইরানের চাবাহার সমুদ্রবন্দর পরিচালনার জন্য ১০ বছরের চুক্তি করেছে নয়াদিল্লি-তেহরান। চুক্তি সাক্ষরের কয়েক ঘণ্টার মাথায় যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানের সঙ্গে কোনো দেশ ব্যবসায়িক চুক্তিতে গেলে তারা 'সম্ভাব্য নিষেধাজ্ঞার' মুখে পড়তে পারে।