একটি দিনের সঙ্গে বিশেষ কোনো ঘটনা জড়িয়ে থাকা মানেই দিনটি বিশেষ। আর সেই দিনটি ভালোবাসা বা দাম্পত্য জীবনের সঙ্গী মনে রাখবেন, এটাই আশা করেন প্রায় সবাই। তাই জন্মদিন, বিবাহবার্ষিকী কিংবা ভালোবাসা প্রকাশের প্রথম দিনের মতো দিনগুলো ভুলে গেলে অনেক সময় বাধে বিপত্তি। দাম্পত্যে এসব দিনক্ষণ ভুলে গেলে অভিমান জমতে জমতে পরিণত হতে পারে আগ্নেয়গিরিতে। অর্থাৎ প্রিয়জনের বিশেষ দিনটির কথা ভুলে যাওয়া মানেই যেন বিপদ! অস্বীকার করার উপায় নেই, এতে সম্পর্কে তিক্ততা আনে অনেকের বেলায়। হয়তো আপনি প্রতিদিনের বিভিন্ন কাজের চাপে বা অভ্যাসবশত প্রিয় মানুষের বিশেষ দিন ভুলে গেলেন। এতে প্রিয়জনের রাগ হতেই পারে। সম্পর্ক মধুর রাখতে চাইলে অবশ্য বিষয়টি নিয়ে দুজনের মধ্যে চলমান মনোমালিন্য ঠিক করতে উদ্যোগী হতে হবে আপনাকেই। কারণ, দিনটি যে আপনিই ভুলে গেছেন। এমন ক্ষেত্রে যেভাবে প্রিয়জনের মান ভাঙাতে পারেন—
ভুল স্বীকার
বিশেষ দিনগুলো ভুলে যাওয়া অন্যায় না হলেও ভুল বটে। আর ভুল করলে কোনো অজুহাত না দেখিয়ে সরাসরি স্বীকার করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। প্রিয়জনকে বুঝতে দিন যে আপনি আসলেই নিজের ভুলের জন্য কতটা অনুতপ্ত।