প্রি-একলাম্পসিয়া যাঁদের বেশি হয়

প্রথম আলো প্রকাশিত: ১৪ মে ২০২৪, ১২:১০

একজন অন্তঃসত্ত্বা নারীর প্রথমবার সন্তান ধারণের সময়ই প্রি-একলাম্পসিয়া হতে পারে আর যাঁদের আগের সন্তান ধারণের সময় প্রি-একলাম্পসিয়া হয়েছিল, তাঁদের ২৫ ভাগ ক্ষেত্রে পুনরায় এটি হতে পারে। যেসব মা উচ্চ রক্তচাপ, কিডনি সমস্যা কিংবা ডায়াবেটিসে ভুগছেন, তাঁদের অন্তঃসত্ত্বা অবস্থায় প্রি–একলাম্পসিয়া হওয়ার ঝুঁকি অনেক বেশি। এ ছাড়া একাধিক গর্ভধারণ, পলিহাইড্রামনিওস প্রি-একলাম্পসিয়ার কারণ হতে পারে।


প্রি-এক্লাম্পসিয়া হচ্ছে গর্ভবতী নারীদের এক ধরনের রোগ, যাতে রক্তচাপ বেড়ে যায় এবং প্রস্রাবের সঙ্গে প্রচুর প্রোটিন নির্গত হয় বা অন্যান্য অঙ্গের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়।


উপসর্গ


প্রি-একলাম্পসিয়া দুই ধরনের। মাইল্ড বা মৃদু ও সিভিয়ার বা তীব্র। মৃদু প্রি-একলাম্পসিয়ার ক্ষেত্রে রক্তচাপ ১৪০/৯০ মিমি মারকারির বেশি থাকে, কিন্তু ১৬০/১১০ মিমি মারকারির কম থাকে। তীব্র প্রি-একলাম্পসিয়ার ক্ষেত্রে রক্তচাপ ১৬০/১১০ মিমি মারকারির বেশি থাকে। সঙ্গে অন্যান্য উপসর্গ থাকে, যেমন মাথাব্যথা, চোখ জ্বালাপোড়া, ঝাপসা দেখা, পেটব্যথা, প্রস্রাব কমে যাওয়া, পুরো শরীরে পানি আসা ইত্যাদি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us