চরিত্র হয়ে উঠতে নাঈমের বছরব্যাপী প্রস্তুতি

আজকের পত্রিকা প্রকাশিত: ১৩ মে ২০২৪, ১২:০২

চরিত্র হয়ে উঠতে অনেক অভিনয়শিল্পী নিজেকে আমূল পরিবর্তন করেছেন। কেউ ওজন বাড়িয়েছেন, কেউবা ওজন কমিয়ে তাক লাগিয়েছেন। সম্প্রতি এমনই এক ঘটনার উদাহরণ হলেন বাংলাদেশের নাঈম। সালজার আহমেদ পরিচালিত ‘কালপুরুষ’ ওয়েব সিরিজের জন্য ৩৫ কেজি ওজন বাড়িয়েছেন তিনি। মার্ডার মিস্ট্রি গল্পে নির্মিত কালপুরুষ সিরিজে পুলিশ অফিসার মিরাজ চরিত্রের জন্য এক বছর ধরে নিজেকে তৈরি করেছেন এফ এস নাঈম। তিনি বলেন, ‘বিশ্বের অনেক তারকাকেই দেখি চরিত্রের প্রয়োজনে নিজেকে ভেঙে গড়েছেন। তাহলে আমাদের মাঝে কেন সেই ডেডিকেশন থাকবে না? এমন ভাবনা থেকেই নিজেকে নতুন করে তৈরি করেছি। অনেকেই বলেন, আমরা আইকনিক পারসন হতে চাই। কিন্তু বাস্তবে সে রকম কাজ তো করতে হবে!’


ওজন বাড়ানোর প্রক্রিয়াটা সহজ ছিল না নাঈমের জন্য। শুটিং শুরুর প্রায় এক বছর আগে থেকেই শুরু করেছিলেন প্রস্তুতি। মিরাজ হয়ে ওঠার অভিজ্ঞতা জানিয়ে নাঈম বলেন, ‘মিরাজ চরিত্রটা যেভাবে হাঁটে, কথা বলে, ঘুমায় সেটা আগে বোঝার চেষ্টা করেছি। এরপর সেই চরিত্র হয়ে ওঠার জন্য প্রায় ৩৫ কেজি ওজন বাড়িয়েছি। এ সময়ে অন্য কোনো কাজ করিনি। ৮-৯ মাস কোথাও যেতে পারিনি। ব্যাপারটা খুব ঝুঁকিপূর্ণ ছিল, তবে হাল ছাড়িনি। আমার পার্সোনাল ট্রেইনার রওনক ঘোষের তত্ত্বাবধানে ছিলাম পুরোটা সময়। শেষের দিকে অসুস্থ হয়ে পড়েছিলাম। শুটিংয়ের শেষ দিন প্রায় সাড়ে ৩ ঘণ্টার মতো শুটিং বন্ধ ছিল। নিশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, কথা জড়িয়ে যাচ্ছিল। প্রেসার অনেক বেড়ে গিয়েছিল। চিকিৎসক এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us