১০০ মিলিয়ন পাউন্ডে সালাহর বিকল্প আনছে লিভারপুল!

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৩ মে ২০২৪, ১১:৫৬

মোহাম্মদ সালাহ থাকবেন না কি চলে যাবেন? গত দুই মৌসুম ধরেই আলোচনার বিষয়বস্তু এমনই। সৌদি লিগের ক্লাবগুলো সালাহকে চাইছে প্রবলভাবে। মিশরীয় এই তারকাকে অ্যানফিল্ডে টেনে এনেছিলেন ইউর্গেন ক্লপ। সেই ক্লপও চলে যাবেন এই মৌসুম শেষে। দুই সপ্তাহ আগে ক্লপের সঙ্গে সাইডলাইনে উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়েছে। সবমিলিয়ে অ্যানফিল্ডে সালাহর সময়ের শেষ দেখছেন অনেকেই। 


এরইমাঝে শুরু হয়েছে নতুন গুঞ্জন। মিশরীয় এই তারকার বিকল্প খোঁজাও শুরু করেছে অলরেড শিবির। আর এই তালিকায় সবার চেয়ে এগিয়ে আছে নিউক্যাসেল ইউনাইটেডের ইংলিশ তারকা অ্যান্থোনি গর্ডন। চলতি মৌসুমে ম্যাগপাইদের হয়ে চমৎকার সময় পার করেছেন তিনি। নিজের প্রথম মৌসুমেই তাক লাগিয়েছেন ২৩ বছরের এই তরুণ। 


নিজের পারফরম্যান্সের সুবাদে গ্যারেথ সাউথগেটের ২০২৪ সালের ইউরো স্কোয়াডে ডাক পাবেন গর্ডন, সেটাও অনেকটাই নিশ্চিত। আর এই প্রতিভাবান তরুণের জন্য ১০০ মিলিয়ন পাউন্ড পর্যন্ত খরচ করতে রাজি লিভারপুলের মালিকপক্ষ। ব্রিটিশ পত্রিকা ডেইলি স্টারের বরাতে খবর প্রকাশ করেছে গোল ডটকম। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us