আজ রাজসস্থান রয়্যালসের বিপক্ষে ঘরের মাঠে জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। লো স্কোরিং এই ম্যাচে ব্যাতিক্রমী এক আউট হলেন রবীন্দ্র জাদেজা। ইচ্ছাকৃতভাবে বলের গতিপথ রুখে দিয়ে হলেন অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড।
আইপিএলে কোনো ব্যাটার এমন আউট হলেন প্রায় ৫ বছর পর। ২০১৯ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে এমন আউট হয়েছেন দিল্লি ক্যাপিটালসের অমিত মিশ্র।
চেন্নাইয়ের ইনিংসের ১৬তম ওভারের ঘটনা। জাদেজার সঙ্গে উইকেটে ছিলেন রুতুরাজ গাইকোয়াড়। বোলিংয়ে ছিলেন রাজস্থানের পেসার আভেষ খান। ওভারের পঞ্চম বলটি থার্ড ম্যান অঞ্চলে ঠেলে রান নিতে দৌড় দেন জাদেজা। কিন্তু দ্বিতীয় রান নেওয়ার আগেই বল উইকেট রক্ষকের হাতে চলে যায়। জাদেজা ফিরতে চান নন স্ট্রাইক প্রান্তে। তার প্রান্তে স্টাম্প নিশানা করে বল ছোঁড়েন উইকেট রক্ষক সঞ্জু স্যামসন। জাদেজা ইচ্ছাকৃতভাবে আটকে দেন সেই বলের গতিপথ। সাথে সাথেই আবেদন করে রাজস্থান রয়্যালস।