ক্যানসার কোনো একক রোগ নয়। শরীরের প্রায় প্রতিটি অঙ্গে ক্যানসার হতে পারে। আবার একই অঙ্গে হতে পারে বিভিন্ন ধরনের ক্যানসার। এদের আবার ভিন্ন ভিন্ন নাম। পরিণতিও ভিন্ন ভিন্ন। কোনোটা সাধারণ, সহজেই ভালো হয়। কোনোটা আবার জটিল ও কঠিন, প্রায় দুরারোগ্য।
ব্লাড ক্যানসার
আমাদের শরীর অসংখ্য কোষের সমন্বয়ে গঠিত। কোষগুলো স্বাভাবিক নিয়মেই নির্দিষ্ট সময়ের পর মরে যায়। একে আমরা বলি এপপটোসিস। অন্যদিকে চলতে থাকে কোষ বিভাজন, যা কোষের সংখ্যা বৃদ্ধি করে। এই বিভাজন নিয়ন্ত্রণ করারও বিশেষ ব্যবস্থা আছে। এই নিয়ন্ত্রণ কোনোভাবে নষ্ট বা বাধাগ্রস্ত হলে, শরীরে অস্বাভাবিক কোষ বিভাজন ও সংখ্যার বৃদ্ধি ঘটে। রক্ত কোষের এ রকম অস্বাভাবিক বিভাজনই হলো ব্লাড ক্যানসার।