বলিউড-বাণে কতটা রক্তাক্ত ‘উদার ভারত’

প্রথম আলো সারফুদ্দিন আহমেদ প্রকাশিত: ১০ মে ২০২৪, ১৫:৪২

‘উদার ভারত! সকল মানবে দিয়াছ তোমার কোলে স্থান
পার্সি-জৈন-বৌদ্ধ-হিন্দু খ্রিষ্টান-শিখ-মুসলমান’


—নব্বই দশকের টালিউডের আব্বাজান সিনেমায় কাজী নজরুলের এই গানের দৃশ্যায়ন আমাকে মুগ্ধ করেছিল। ভারতের মাটিতে সাম্প্রদায়িক বিভেদের স্থান থাকতে পারে না—এটাই ছিল সেই সিনেমার বিষয়বস্তু।


ভারতমাতা তার কোলে তার সব ধর্মানুসারী সন্তানকে সমানভাবে ঠাঁই দিয়েছে—এ কথা যখন নজরুল লিখছিলেন, তখন (১৯৩২ সালে) ভারতবর্ষ স্বাধীন হয়নি। তখন সে ব্রিটিশ শৃঙ্খলে বন্দী।


বন্দিদশার সেই ভারত তখন নজরুলের ভাষায় ছিল উদার। সে সময় বেশ কিছু সাম্প্রদায়িক দাঙ্গা হওয়ার পরও নজরুলের সেই কথায় কেউ তখন দ্বিমত করেননি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us