কক্সবাজারের টেকনাফ সীমান্তে প্রায় তিন কিলোমিটার প্রস্থের নাফ নদী। ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্য। এই নদী পেরিয়ে আসছে ইয়াবা, আইস, হেরোইন থেকে শুরু করে ভয়ংকর সব মাদক। বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে মাদকের বাহকেরা গ্রেপ্তার হলেও মূল হোতা ও পৃষ্ঠপোষকেরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। ফলে থামছে না মাদকের কারবার। মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর চলমান সংঘাতের ফলে সীমান্ত দিয়ে মাদকের প্রবাহ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ সদর দপ্তর।
গত ১৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় বাংলাদেশে মাদকের আগ্রাসন রোধকল্পে গঠিত স্ট্রাটেজিক কমিটির তৃতীয় সভা। সেই সভায় পুলিশ সদর দপ্তরের তৈরি করা একটি প্রতিবেদন তুলে ধরেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)। ওই প্রতিবেদনে পুলিশ সদর দপ্তর বলছে, মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীগুলোর অস্ত্র কেনার জন্য টাকা দরকার। সেই টাকা জোগাড় করতে এপারে বাংলাদেশ সীমান্তে থাকা রোহিঙ্গা ও দেশি কারবারিদের কাছে অল্প দামে মাদক বিক্রি করছে তারা। মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিরতা বাড়ার সঙ্গে দেশে মাদকের প্রবাহও বাড়ছে। পাশাপাশি সক্রিয় হয়ে উঠেছে টেকনাফ এলাকাকেন্দ্রিক মাদকের শীর্ষ কারবারিরা।