প্রথম বাংলাদেশি কোচ হিসেবে গত বছর বিদেশি কোনো ক্লাবের দায়িত্ব নিয়ে ভুটান গিয়েছিলেন আজমল হোসেন বিদ্যুৎ। ‘এ’ লাইসেন্সধারী এই কোচ ভুটানের প্রিমিয়ার লিগের ক্লাব থিম্পু রেভেন এফসির ডাগআউট সামলেছিলেন।
নতুন ক্লাবের প্রধান কোচ হয়ে বৃহস্পতিবার আবার ভুটান গেছেন জাতীয় দলের সাবেক এই মিডফিল্ডার। এবার তিনি প্রধান কোচ হয়েছেন প্রিমিয়ার লিগের নবাগত দল দাগা ইউনাইটেডের। শনিবার শুরু হচ্ছে লিগ। দাগা ইউনাইটেডের প্রথম ম্যাচ সোমবার পারোর বিপক্ষে।