কর্মীদের প্রতি অসৌজন্যমূলক আচরণ করায় ও তা নিয়ে ব্যাপক সমালোচনা হওয়ায় আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন চীনের সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন বাইডু’র জনসংযোগ বিভাগের প্রধান কিউ জিং। কর্মীদের কড়া ভাষায় হুমকি দিয়ে বানানো তার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। এমন পরিস্থিতিতে ক্ষমা চাইতে বাধ্য হন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, টিকটকের চীনা ভার্সন ‘ডাউইন’ এ পরপর কয়েকটি ভিডিও পোস্ট করেন কিউ জিং। সেখানে তাকে বলতে শোনা যায়, আপনি যদি জনসংযোগ বিভাগে কাজ করেন, তাহলে সপ্তাহ শেষে ছুটির আশা বাদ দিন। আপনার মোবাইল ফোনটি ২৪ ঘণ্টা চালু রাখুন ও যেকোনো সময় প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত থাকুন। জিং এও জানিয়েছিলেন যে, তিনি তার কাজে এতটাই আচ্ছন্ন থাকেন যে, তার ছেলে কোন ক্লাসে পড়ে তাই-ই জানেন না।