গত ৫ ও ৬ মে ঢাকার হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত হয়ে গেল প্রথম ডেভেলপমেন্ট স্টাডিজ ইন্টারন্যাশনাল কনফারেন্স, ঢাকা। এ আন্তর্জাতিক সম্মেলনের উদ্যোক্তা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্ট। সম্মেলনে দেশ ও বিদেশের খ্যাতিমান অধ্যাপক, গবেষক, অর্থনীতিবিষয়ক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আমলা ও ব্যাংকার অংশগ্রহণ করেন। বাংলাদেশের ইতিহাসে উন্নয়নসংক্রান্ত বিষয় নিয়ে এটিই প্রথম আন্তর্জাতিক সম্মেলন।
এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি, বিশেষ অতিথি ছিলেন অর্থ প্রতিমন্ত্রী মিজ ওয়াসেকা আয়শা খান এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এএসএম মাকসুদ কামাল। উদ্বোধনী অধিবেশনে সম্মানিত প্যানেলিস্ট হিসাবে আলোচনা করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা প্রফেসর ওয়াহিদ উদ্দিন মাহমুদ, দ্য হেগের ইনস্টিটিউট অব সোশ্যাল স্টাডিজের রেক্টর ড. আরআর গ্যাঞ্জেভুর্ট, ইউনিভার্সিটি অব বার্থের (UK) গবেষণাসংক্রান্ত অ্যাসোসিয়েট উপ-উপচার্য ড. জো ডিভাইন এবং ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মুশতাক খান। অধিবেশনটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজের অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমির। এ সম্মেলনে উদ্বোধন, প্ল্যানারি ও টেকনিক্যাল অধিবেশনসহ ১৪টি অধিবেশন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ঢাকায় অবস্থিত বিদেশি উন্নয়ন সংস্থার সর্বোচ্চ ব্যক্তিরা অংশগ্রহণ করেন।