জনপ্রিয় গাড়ি সংস্থা টাটা, নতুন সিএনজি গাড়ি আনছে বাজারে। টাটা নেক্সন সিএনজি গাড়িটি বছরের শুরুতেই প্রকাশ্যে এনেছে সংস্থা। খুব শিগগির গাড়িটি লঞ্চ করতে যাচ্ছে টাটা মোটরস। নতুন গাড়ির লক প্রকাশ্যে আসতেই এই সুবিধা, ফিচার কী কী থাকছে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
টাটার গাড়িগুলোর মধ্যে নিক্সন বেশ জনপ্রিয়। বর্তমানে এটির পেট্রোল, ডিজেল এবং ইলেকট্রিক ভ্যারিয়েন্ট বিক্রি হয়। এবার সিএনজিতেও উপলব্ধ হতে চলেছে নেক্সন। এই গাড়ির বৈশিষ্ট্য সম্পর্কে এখনো সব জানা যায়নি। তবে যতটুকু জানা যায়, এতে ১.২ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন থাকবে সঙ্গে ফ্যাক্টরি ফিটেড সিএনজি সিলিন্ডার।