বিশ্ববাণিজ্যের জন্য গত বছরটা যে ভালো যায়নি, তা স্পষ্ট। চলতি বছরও যদি একই প্রবণতা বজায় থাকে, তাহলে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য তা সুখকর হবে না। তাই এ বছর বিশ্ববাণিজ্য যেন জোরালোভাবে ঘুরে দাঁড়ায়, এ রকম একটা তাগিদ আন্তর্জাতিকভাবে জোরেশোরেই অনুভূত হচ্ছে।
কিন্তু বাণিজ্য তো আর জোর করে চাঙা করা যায় না। এটা হয় বৈশ্বিক অনুকূল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে। দুটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা অবশ্য বছরের প্রথম প্রান্তিকের বাণিজ্যপ্রবণতা বিবেচনায় নিয়ে সম্প্রতি যে পূর্বাভাস দিয়েছে, তাতে করে বলা যায়, বিশ্ববাণিজ্য এ বছর তেজি হয়ে ওঠার সম্ভাবনা কম।