প্রথম আলো: শুরুটা করি এবারের ঈদযাত্রা দিয়ে। ঈদের আগে ও পরে ১৫ দিনে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৩৬৭ জন। অবকাঠামো খাতে সবচেয়ে বেশি ব্যয়ের পরও কেন সড়কে এই মৃত্যুর মিছিল।
মো. হাদিউজ্জামান: আমাদের সড়ক অবকাঠামো ব্যাপক উন্নত হলেও সড়ক ব্যবস্থাপনা এখনো অনেক দুর্বল। ঈদের আগে ও পরে সেই বিশৃঙ্খলা আরও বেড়ে যায়। এখানে বেশ কিছু চাঁদাবাজির অভিযোগ পাওয়া যায়। বেশি ট্রিপ দেওয়ার জন্য পরিবহনের মালিক ও শ্রমিকদের মধ্যে একটা বেপরোয়া মনোভাব তৈরি হয়। তাঁদের মধ্যে একটা ধারণা আছে যে বেশি ট্রিপ মানেই বেশি আয়।