ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও জাল দলিল তৈরি করে বিভিন্ন ব্যাংক থেকে বিপুল অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পুলিশ বলছে, জয়নাল আবেদীন নামের ওই ব্যক্তি প্রতারণার টাকায় ঢাকায় সাততলা বাড়ি করেছেন; কিনেছেন অন্তত ছয়টি ফ্ল্যাট।
রাজধানীতে সিআইডি কার্যালয়ে আজ শনিবার সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান সিআইডির প্রধান ও পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ আলী মিয়া। তিনি জানান, রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গতকাল শুক্রবার জয়নাল আবেদীনসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। জয়নালের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা করা হয়েছে।