স্বপ্ন ও স্বপ্নভঙ্গের শহরেই আমাদের বাস

যুগান্তর ড. আর এম দেবনাথ প্রকাশিত: ০৪ মে ২০২৪, ১৭:০০

টাকা-পয়সা থাকলে ঢাকা শহর যে কত আরামদায়ক ও আনন্দের শহর, তা আর বলার অপেক্ষা রাখে না। এ কথা আমরা যতটুকু বুঝি, তার চেয়ে বেশি বোঝে প্রবাসী বাংলাদেশিরা। যারা দিনকে রাত করে ডলার কামাই করেন। সত্যিই তো ঢাকা শহর কী শুধু আরামের শহর, এ শহরের সুযোগ-সুবিধা বরং বেড়েই চলেছে। উদাহরণ দিই, কিছুদিন আগেও ২-৩ ঘণ্টা লাগত উত্তরা থেকে মতিঝিল আসতে। এখন ৩০ মিনিটও লাগে না। খরচও কম। আরাম-শীতাতপ নিয়ন্ত্রিত মেট্রো। একই অবস্থা শান্তিনগর, মতিঝিল থেকে গুলশানে আসা-যাওয়ার ক্ষেত্রে।


আগে লাগত এক থেকে দেড় ঘণ্টা যেতেই। এখন ‘এলিভেটেড এক্সপ্রেসওয়ে’ হওয়ার ফলে কুড়িল-বসুন্ধরা সিটি থেকে শান্তিনগর-মতিঝিল আসা যায় ৩০-৪০ মিনিটে। আর দূর-দূরান্তের কথা যদি বলি তাহলে তো রয়েছে পদ্মা সেতুর কথা, রয়েছে ঢাকা-কক্সবাজার ট্রেনের কথা। কত সময় লাগত আগে যশোর, খুলনা, ফরিদপুর, বরিশাল যেতে? আর এখন? ৩-৪ ঘণ্টা। কত কষ্ট ছিল সড়কপথে কক্সবাজার বেড়াতে যাওয়া। এখন কমলাপুর ট্রেনে ওঠা, সকাল বেলা কক্সবাজার। মনে করলে সারা দিন কাটিয়ে সন্ধ্যায় ফিরতি ট্রেনেই ঢাকায় আসা যাচ্ছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us