দুই বছর আগে বাদ্যযন্ত্র কিন্নরকে নতুনভাবে আবিষ্কার করে ভারতের মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পেয়েছিলেন তেলেঙ্গানার লোকশিল্পী দর্শনম মগুলাইয়া। সম্মাননা স্মারকের সঙ্গে ভারতীয় সরকারের পক্ষ থেকে ১ কোটি রুপি পেয়েছিলেন তিনি। তবে ভাগ্যের নির্মম পরিহাস, তিন সন্তানের চিকিৎসায় এখন নিঃস্ব দর্শনম। তাঁর দিন কাটছে হায়দরাবাদে একটি কন্সট্রাকশন সাইটে দিনমজুর হিসেবে।
টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতীয় সরকারের কাছ থেকে দর্শনম যে ১ কোটি রুপি ক্যাশ পেয়েছিলেন, তাতে সংসারের খরচ এবং ধার শোধ করতেই শেষ হয়ে গেছে। ফলে বর্তমানে ৭৩ বছর বয়সে এসেও পরিবারের খরচ চালাতে কঠিন পরিশ্রম করতে হচ্ছে তাঁকে।