নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫ জুন ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আজ পর্যন্ত আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম উঠিয়েছে ২৫ জন। ইতোমধ্যে আলোচনায় এসেছে হিরো আলমের নাম। তিনিও উপনির্বাচনে সতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন বলে জানা গেছে।
সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় মোবাইল ফোনে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন।
শৈলকুপা আসনে উপ-নির্বাচনে তিনি প্রার্থী হবেন কী না এমন প্রশ্নের জবাবে হিরো আলম ঢাকা পোস্টকে বলেন, ঝিনাইদহ-১ শৈলকুপা আসনে উপনির্বাচন করার ইচ্ছা রয়েছে। এখনো মনোনয়ন ফরম উঠাইনি। ওখানে আমার লোক রয়েছে। তারাই নির্বাচনের জন্য সব কাগজপত্র ঠিক করে জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম উঠাবে।