জ্বর ও কাশি নিয়ে ৯ মাস বয়সী আলিজা আকতার মায়ের কোলে অনেকটা কাহিল হয়ে পড়েছে। মা আনিছা আকতার তাকে নিয়ে রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের বহির্বিভাগে চিকিৎসক দেখানোর অপেক্ষায় ছিলেন। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে আলিজাকে সেবা দেন হাসপাতালের চিকিৎসক মাহফুজ হাসান আল মামুন।
চিকিৎসক মাহফুজ প্রথম আলোকে বলেন, তাপপ্রবাহের কারণে হাসপাতালের বহির্বিভাগে রোগীর চাপ বেড়েছে। শিশুরা এখন জ্বর, সর্দি, কাশির মতো ইনফ্লুয়েঞ্জার (শ্বাসতন্ত্রের ভাইরাসজনিত সংক্রামক রোগ) উপসর্গ নিয়ে বেশি আসছে। পাশাপাশি পানিশূন্যতাজনিত ডায়রিয়ার রোগী বেশি পাওয়া যাচ্ছে।