ফল অনুমিতই ছিল। জাতীয় নারী দলের ১৫ জন খেলোয়াড় সমৃদ্ধ নাসরিন স্পোর্টস একাডেমি যে শক্তি-সামর্থ্যে জামালপুর কাচারিপাড়া একাদশের চেয়ে যোজন ব্যবধানে এগিয়ে। ম্যাচটাও হলো একেবারে একপেশে। আরও নির্দিষ্ট করে বললে নাসরিন একাডেমির শক্তির সামনে একেবারেই অসহায় ছিল জামালপুর কাচারিপাড়া। ম্যাচে নাসরিন স্পোর্টসের জয়ের ব্যবধান যে ১৯-০!
স্কোরলাইনেই বোঝা যায়, কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নারী ফুটবল লিগে ম্যাচটা কেমন ছিল। নাসরিন স্পোর্টসের হয়ে হ্যাটট্রিক করেন তিনজন—অধিনায়ক সাবিনা খাতুন, শামসুন্নাহার জুনিয়র ও মারিয়া মান্দা। সাবিনা, মারিয়া করেছেন ৪টি করে গোল, শামসুন্নাহার ৫টি। জোড়া গোল পেয়েছেন সানজিদা আক্তার ও মাতসুশিমা সুমাইয়া। একটি করে গোল মাসুরা পারভীন ও মনিকা চাকমার।