থ্যালাসেমিয়া একধরনের রক্তরোগ; যা বংশগতভাবে প্রবাহিত হয়। আমরা জানি, হিমোগ্লোবিন রক্তের খুবই গুরুত্বপূর্ণ উপাদান; যা উৎপন্ন হয় দুটি আলফা ও দুটি বিটা প্রোটিন দিয়ে। সাধারণত জিনগত ত্রুটির কারণে এ প্রোটিনগুলোর উৎপাদন কমে গেলে হিমোগ্লোবিনের উৎপাদন অস্বাভাবিক হয়, রক্তের লোহিতকণা ভাঙতে থাকে ও থ্যালাসেমিয়া রোগ দেখা দেয়। আর এ ত্রুটিপূর্ণ জিন বংশানুক্রমে মা-বাবা থেকে সন্তানের মধ্যে সংক্রমিত হয়।
সংক্রমণ
যদি মা-বাবার কেউ থ্যালাসেমিয়ার বাহক না হন, তবে সন্তানের থ্যালাসেমিয়া হওয়ার আশঙ্কা নেই।
মা-বাবার কেউ একজন বাহক হলে ৫০ শতাংশ আশঙ্কা থাকে সন্তানের বাহক হওয়ার।