গরমে অনেকে বিয়ার খেয়ে দিন কাটান। এতে করে শরীর খুব ঠান্ডা থাকে বলে তারা দাবি করেন। অবশ্য এ ধারণার পেছনে কোনো বিজ্ঞানসম্মত যুক্তি নেই। বরং এর ফলে শরীরের বড় ধরনের ক্ষতি হতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, বিয়ার অত্যন্ত ক্ষতিকর একটি পানীয়। তাই গরমকালে নিয়মিত এই পানীয়ের গ্লাসে চুমুক দিলে একাধিক রোগের ফাঁদে পড়ার আশঙ্কাই বাড়বে।
গরমে বিয়ার খেলে কোন কোন অসুখের আশঙ্কা বাড়ে?