আওয়ামী লীগ সরকারের অধীনে ভোটে না যাওয়ার সিদ্ধান্তে অটল বিএনপি সংসদের পর উপজেলা নির্বাচনও বর্জন করেছে। শুধু তা-ই নয়, দলের কোনো নেতা স্বতন্ত্র প্রার্থী হোক, তা-ও চায় না দলটি। দলীয় নির্দেশ উপেক্ষা করে বিএনপির যাঁরা প্রার্থী হয়েছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নির্বাচনের প্রথম ধাপে প্রার্থী হওয়া বিএনপির ৭৩ জনকে এরই মধ্যে বহিষ্কার করা হয়েছে। গতকাল শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা আলাদা চিঠিতে বহিষ্কারের কথা জানানো হয়। চিঠিতে বলা হয়, ‘দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে আপনাকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো।’