শেয়ারের দামের বড় পতন ঠেকানোর একটি চেষ্টা হিসেবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা নতুন মূল্যসীমা বেঁধে দিয়েছিল। তবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সেই উদ্যোগ কাজে আসেনি। উল্টো দরপতনের সীমা বেঁধে দেওয়ার দিনেই বাজারে বড় দরপতন হয়েছে।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল সূচক ডিএসইএক্স গতকাল বৃহস্পতিবার দিন শেষে ৬০ পয়েন্ট বা ১ শতাংশের বেশি কমে নেমে এসেছে ৫ হাজার ৫১৮ পয়েন্টে। গত তিন বছরের মধ্যে এটিই ডিএসইএক্সের সর্বনিম্ন অবস্থান। এর আগে সর্বশেষ ২০২১ সালের ৩ মে ডিএসইএক্স সূচক ৫ হাজার ৫১১ পয়েন্টের সর্বনিম্ন অবস্থানে ছিল।
একই দিন দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি ১৬৪ পয়েন্ট বা ১ শতাংশের বেশি কমেছে। সূচকের পাশাপাশি দুই বাজারে লেনদেনও উল্লেখযোগ্য পরিমাণে কমেছে।