প্রত্যাশার চেয়ে চাহিদা কমে যাওয়ার কারণে ভিশন প্রো-এর উৎপাদন কমাচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল— সম্প্রতি এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে।
অ্যাপলের ভিশন প্রো হেডসেটটি এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরের বাজারে আসেনি। আর দেশটিতে হেডসেটটির বিক্রি তিন মাসও পেরোয়নি।