জাতীয় নির্বাচনের পর প্রধানমন্ত্রী এখন আবার ‘ডামি’ উপজেলা নির্বাচন করতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, আজকে সে নির্বাচনে আওয়ামী লীগ নেতারাও সুযোগ পাচ্ছে না। মন্ত্রী-এমপির ভাই, শালা, ভাগিনা, ভায়রাদের কাছে জিম্মি স্থানীয় জনগণ।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে নিচে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তীব্র তাপদাহে জনসাধারণের মধ্যে বোতলজাত পানি, স্যালাইন বিতরণের ৭ দিনের কর্মসূচির আজ উদ্বোধন করা হয়।