হজ ব্যবস্থাপনা: সৌদিতে বাড়িভাড়া নিয়ে মন্ত্রণালয়-হাব মুখোমুখি

আজকের পত্রিকা প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৪, ১০:৩৬

চলতি বছরের হজ ব্যবস্থাপনা নিয়ে বড় ধরনের সংকট দেখা দিয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী হজযাত্রীদের ভিসার আবেদনের সময় শেষ হচ্ছে ২৯ এপ্রিল। অথচ বেসরকারি ব্যবস্থাপনায় ৮০ শতাংশ হজযাত্রীই এখনো ভিসার জন্য আবেদন করেননি। এই সংকটের জন্য ধর্ম মন্ত্রণালয় ও বেসরকারি এজেন্সিগুলো একে অপরকে দোষারোপ করছে। ধর্ম মন্ত্রণালয় অবশ্য হজযাত্রীদের ভিসার জন্য আবেদনের সময় বাড়াতে সৌদি সরকারকে চিঠি দিয়েছে।


জানা গেছে, বেসরকারি এজেন্সির প্রতিনিধি বা মুনাজ্জিমদের ভিসা না পাওয়ায় মক্কা-মদিনায় হজযাত্রীদের জন্য বাড়ি ভাড়া করা হয়নি। পাশাপাশি প্রায় ২৮ হাজার হজযাত্রীর মিনা-মুজদালিফায় ঠাঁই পাওয়ার বিষয়ে নিশ্চিত না হওয়ায় ভিসার আবেদন করা যাচ্ছে না। এর জন্য ধর্ম মন্ত্রণালয়কে দায়ী করছে বেসরকারি এজেন্সি মালিকদের সংগঠন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। সংগঠনটির অভিযোগ, বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের বাড়িভাড়া ও মুনাজ্জিমদের ভিসার ব্যাপারে কাঙ্ক্ষিত সহায়তা করছে না মন্ত্রণালয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us