সকালে নাস্তা হোক কিংবা বিকালের স্ন্যাকস, বন্ধুদের সঙ্গে আড্ডা বা ক্লাসের ফাঁকে ছোট ক্ষুধা মেটাতে চা-শিঙাড়া সবার প্রথম পছন্দ। টমেটো সস দিয়ে শিঙাড়া-সমুচা খেতে পছন্দ করেন না এমন বাঙালি কমই আছেন। শুধু দেশেই নয়, যে কোনো দেশে গিয়েও অনেক দাম দিয়ে এই স্ন্যাকস খাওয়ার লোভ সামলাতে পারেন না অনেকেই।
তবে জানেন কি? এই মজার খাবারটি একটি দেশে নিষিদ্ধ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। একেবারে আইন করে নিষিদ্ধ এই খাবার। বানানো, বিক্রি করা এববং খাওয়া সবই নিষিদ্ধ। যে দেশটি করা বলছি, সেটা হচ্ছে সোমালিয়ায। সেদেশে শিঙাড়া সামুচা নিষিদ্ধ। এই দেশে গেলে কখনো ভুলেও শিঙাড়ার কথা বলবেন না। বিপদে পড়তে পারেন।