নেতৃত্ব হারানোর পর র‍্যাঙ্কিংয়ে শাহিনের উন্নতি

আজকের পত্রিকা প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৪, ১৬:৪১

নিউজিল্যান্ডের বিপক্ষে এ বছরের জানুয়ারিতে পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে। সেটা ছিল নিউজিল্যান্ডের ঘরের মাঠে। সেই এক সিরিজের পরই পাকিস্তানের নেতৃত্ব হারিয়েছেন শাহিন। অধিনায়কত্ব হারানোর পর পাকিস্তানের বাঁহাতি পেসার সুখবর পেয়েছেন আইসিসির র‍্যাঙ্কিংয়ে।


ঘরের মাঠে পাকিস্তান এখন নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাবর আজমের নেতৃত্বে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এরই মধ্যে তিন ম্যাচ হয়ে গেছে। সিরিজ এখন ১-১ সমতায়। তিন ম্যাচে নিয়েছেন ৭.৩১ ইকোনমিতে নিয়েছেন ৪ উইকেট। যার মধ্যে রাওয়ালপিন্ডিতে ২০ এপ্রিল সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩.১ ওভারে ১৩ রানে ৩ উইকেট নিয়েছেন শাহিন। পাকিস্তানের ৭ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন। আইসিসি আজ সাপ্তাহিক র‍্যাঙ্কিং হালনাগাদ করলে দেখা যায়, টি-টোয়েন্টিতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ২ ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠে এসেছেন শাহিন। র‍্যাঙ্কিংয়ে এই মুহূর্তে পাকিস্তানের বোলারদের মধ্যে তিনিই সবার ওপরে। পাকিস্তানের বাঁহাতি পেসারের রেটিং পয়েন্ট এখন ৬১৫। পাকিস্তানের বোলারদের মধ্যে শাহিনের পর আছেন হারিস রউফ। ৫৯৭ রেটিং পয়েন্ট নিয়ে ২২ নম্বরে আছেন রউফ। পাকিস্তানি পেসার বর্তমানে খেলছেন না নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। র‍্যাঙ্কিংয়ে পিছিয়েছেন চার ধাপ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us