গাজায় ত্রাণ সরবরাহ বৃদ্ধি করতে গত কয়েক সপ্তাহে ইসরায়েল উল্লেখযোগ্য কিছু পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন মানবাধিকার বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত ডেভিড স্যাটারফিল্ড। কিন্তু যেহেতু ভূখণ্ডটি দুর্ভিক্ষে পতিত হওয়ার ‘উচ্চ ঝুঁকিতে’ রয়েছে, তাই দুর্ভিক্ষ আটকাতে সেখানে দ্রুত আরও বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে মনে করেন তিনি।
কয়েক সপ্তাহ আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় যে মানবিক সংকট তৈরি হয়েছে তা কমিয়ে আনতে ইসরায়েলের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বলেন, যদি ইসরায়েল গাজায় মানবিক সংকট কমিয়ে আনতে ‘বিশেষ, দৃঢ় এবং উল্লেখকরার মত’ বেশ কিছু পদক্ষেপ গ্রহণ না করে তবে মিত্র হিসেবে ইসরায়েলকে যুক্তরাষ্ট্র বিনা শর্তে যে সমর্থন দিয়ে যাচ্ছে সেটা আর থাকবে না।