এ সপ্তাহে ধর্ষণের অভিযোগে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই খেলোয়াড়কে গ্রেপ্তার করেছিল পুলিশ। দুজনেই ১৯ বছর বয়সী এবং খেলেনও একই ক্লাবে। তাঁদের নাম প্রকাশ করা হয়নি। জামিনে দুই খেলোয়াড় মুক্তিও পেয়েছেন। তবে তদন্ত এখনো চলছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘টেলিগ্রাফ’ জানিয়েছে, পুলিশ তাঁদের গ্রেপ্তার করার খবর নিশ্চিত করেছে। ব্রিটেনের আরেকটি সংবাদমাধ্যম ‘সান’ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া খেলোয়াড়দের মধ্যে একজন ক্লাবের স্টেডিয়ামে পুলিশের সঙ্গে কথা বলেছেন। ধর্ষণে উৎসাহ দেওয়া এবং সাহায্য করার বিষয়ে তাঁর সঙ্গে কথা বলে পুলিশ। ক্লাবের মাঠ ছাড়ার পর সেই খেলোয়াড়কে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদও করা হয়।