পাঁচ গোল হজমের পর মারাদোনা-রোনালদিনিয়োর উদাহরণ দিলেন চেলসি কোচ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৪, ১৫:৪২

‘একটা পর্যায়ে দল হাল ছেড়ে দিয়েছে’- অকপট স্বীকারোক্তি মাউরিসিও পচেত্তিনোর। অনেকটা অসহায় কণ্ঠেই বললেন চেলসি কোচ। তবে এজন্য ফুটবলারদের কাঠগড়ায় দাঁড় করাতে নারাজ তিনি। তার মতে, ফুটবলে এরকম বাজে দিন সব দলেরই আসতে পারে। নিজের খেলোয়াড়ি জীবনের গ্রেট ফুটবলারদের কখনও কখনও ভেঙে পড়ার উদাহরণও তুলে ধরলেন তিনি। 


ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে মঙ্গলবার আর্সেনারের মাঠে ৫-০ গোলে বিধ্বস্ত হয় চেলসি। এমনিতেই চরম হতাশার মৌসুম কাটছে তাদের, পয়েন্ট তালিকায় অবস্থানও নাজুক। এই বড় পরাজয় দুঃসময়কেই দীর্ঘায়িত করল আরেকটু। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us