গত মাসে অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমের বেটা সংস্করণ উন্মুক্ত করেছে গুগল। এই বেটা সংস্করণে অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে নতুন যুক্ত হতে যাওয়া বেশ কিছু সুবিধাও পরখ করা হয়। নতুন এসব সুবিধাসহ আগামী মে মাসে অনুষ্ঠেয় ‘গুগল আই/ও ২০২৪’ সম্মেলনে নতুন এই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম উন্মুক্ত হতে পারে।
প্রথম ধাপে গুগল পিক্সেল, স্যামসাং গ্যালাক্সি এস সিরিজসহ কিছু স্মার্টফোনে এই অপারেটিং সিস্টেম ব্যবহার করা যাবে। যেসব নতুন সুবিধা অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে যুক্ত হতে পারে, তার সম্ভাব্য তালিকা দেখে নেওয়া যাক।