স্মার্টফোনে সবচেয়ে জনপ্রিয় অ্যাপগুলোর একটি গুগল ম্যাপস। এটি দারুণ এক টুল যা ব্যবহারও সহজ। যাত্রাপথে যে কোনো দুটি অবস্থানের মধ্যে দূরত্ব মাপা থেকে শুরু করে গাড়ি চালক, বাইকার, ও গণপরিবহন ব্যবহারকারীদের দিকনির্দেশ দিয়ে এটি বিভিন্ন উপায়ে সাহায্য করে থাকে।
সহজে নানা জায়গায় যাওয়ার দিক নির্দেশনা পেতে অনেকে গুগল ম্যাপস ব্যবহার করেন কারণ এটি গন্তব্যে যাওয়ার সবচেয়ে ভালো পথ খুঁজতে রিয়ালটাইম ডেটা বা সরাসরি যানবাহনের তথ্য ব্যবহার করে।