চলমান আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন মুস্তাফিজুর রহমান। শুরুর দিকে বল হাতে দুর্দান্ত পারফর্ম করলেও বর্তমানে কিছুটা খরুচে কাটার মাস্টার। টুর্নামেন্টে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ফিজ সংগ্রহ করেছেন ১১ উইকেট।
জাতীয় দলের তারকা পেসার শরিফুল ইসলাম মনে করেন, জাতীয় দলের থেকে আইপিএলেই চাপ কম অনুভব করেন মুস্তাফিজ। আজ সোমবার প্রাইম ব্যাংকের বিপক্ষে ম্যাচ শেষে মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন শরিফুল।