১৯ এপ্রিল ২০২৪ থেকে শুরু হয়েছে বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচন। মোট সাত ধাপের এই নির্বাচনের দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে ২৬ এপ্রিল। ১ জুন সর্বশেষ ধাপের নির্বাচনের পর ভোট গণনা শুরু হবে ৪ জুন। এবারের নির্বাচনে বিজেপি’র নেতৃত্বে এনডিএ জোটের বিপক্ষে লড়ছে দ্বিতীয় বৃহত্তম দল কংগ্রেসসহ ২৭ দলের ‘ইন্ডিয়া’ জোট।
বিগত দুটি সাধারণ নির্বাচনে একসময়ের দোর্দণ্ড প্রতাপশালী দল কংগ্রেস চরমভাবে ধরাশায়ী হয়েছিল বিজেপি নেতৃত্বাধীন জোটের কাছে। এবারের নির্বাচনে কী ঘটতে যাচ্ছে তা নিয়ে খোলা চোখে দেখতে গেলে আরেকবারের মতো, অর্থাৎ টানা তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন বলে আভাস পাওয়া যাচ্ছে।