তীব্র গরমে শরীর দ্রুত পানিশূন্য হয়। আর ডিহাইড্রেটেড অবস্থায় অনেকের প্রস্রাবের সংক্রমণ হতে দেখা দেয়। প্রস্রাবের সময় শরীরের বর্জ্য পদার্থের সঙ্গে মূত্রনালির ব্যাকটেরিয়াগুলোও বের হয়ে যাওয়া বা ওয়াশ হওয়ার কথা। গরমে প্রস্রাবের পরিমাণ কমে যায় বলে মূত্রনালির জীবাণুগুলো পুরোপুরি বের হতে পারে না এবং ওই স্থানে থেকে গিয়ে সংক্রমণ করে। আবার গরমে আমরা প্রচুর ঘামি এবং শরীরের কিছু স্থান, যেমন ঊরুর ভাঁজ, প্রস্রাবের আশপাশের জায়গা সব সময় আর্দ্র থাকে।
বা ছত্রাক সংক্রমণের জন্য এই পরিবেশ আদর্শ। তাই তীব্র দাবদাহে যাতে প্রস্রাবে সংক্রমণ না হয়, সেদিকে লক্ষ রাখতে হবে।