মিথ্যা ঘোষণা দিয়ে পণ্যের দাম কম দেখিয়ে প্রায় দুই কোটি টাকার শুল্ক ফাঁকি দিয়েছে সততা ইন্টারন্যাশনাল নামের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান। চার বছরে ১৭টি ইনভয়েস জালিয়াতি করে আমদানি করা পণ্য সুপার গ্লু কম দেখিয়ে ওই টাকা আত্মসাৎ করেছে প্রতিষ্ঠানটি।
যে অভিযোগে সম্প্রতি দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয় থেকে মেসার্স সততা ইন্টারন্যাশনালের মালিক মোহাম্মদ আমিরুল ইসলাম ও শেখ ফারুক আহমেদ শাহরিয়ারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দুদকের উপসহকারী পরিচালক সবুজ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।