টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাবরকে যে বিশেষ পরামর্শ দিলেন মিসবাহ

যুগান্তর প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৪, ১৩:৩৬

আর মাত্র কয়েক দিন পর শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপকে মাথায় রেখে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে ক্রিকেটের উন্নতি করার জন্য বেশ কিছু পরামর্শ দিলেন সাবেক ক্রিকেটার ও কোচ মিসবাহ উল হক। 


সম্প্রতি পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বাবরকে অধিনায়কত্বে কৌশলগতভাবে উন্নতির পরামর্শ দেন। এ ছাড়া অন্যদের জন্য উদাহরণ হিসেবে তৈরি হওয়ার পরামর্শ দেন পাকিস্তানের সাবেক এই কোচ।


পাকিস্তান ক্রিকেট দলের নেতৃত্বে আবারও ফিরেছেন বাবর আজম। গেল বিশ্বকাপের ব্যর্থতা কাটিয়ে নতুন করে আবারও দলের হাল ধরবেন বাবর এমনটাই প্রত্যাশা সবার। যদিও তার আবারও দলের দায়িত্বে ফেরাটা খুব একটা ইতিবাচকভাবে দেখেননি পাকিস্তানের সাবেক অনেক ক্রিকেটাররাই।


মেসবাহ বলেন, অভিজ্ঞতা সবসময় অধিনায়কত্বের উন্নতি ঘটায়। বাবরকে কৌশলগতভাবে আরও শক্তিশালী হতে হবে বলে আমি মনে করি। অতীতে সে যে ভুলগুলো করেছে, সেগুলো এবার তাকে সতর্কতার সঙ্গে উন্নতি করতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us