বিএনপির ৪৫ জনের বড় অংশই ভোটে থাকছেন

প্রথম আলো প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৪, ১২:০৩

বিএনপি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিলেও দলের যাঁরা মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাঁদের একটি উল্লেখযোগ্য অংশ প্রথম ধাপের উপজেলা পরিষদের ভোটে থাকছেন। তবে প্রার্থী হওয়া বিএনপি নেতাদের একটা অংশ শেষ পর্যন্ত ভোটে থাকবেন, না কি প্রত্যাহার করবেন—এ নিয়ে তাঁদের অনেকে এখনো দোলাচলে রয়েছেন। আবার কেউ কেউ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামীকাল সোমবার পর্যন্ত সময় নিতে চাইছেন।


গতকাল শনিবার বিএনপির অন্তত ২৫ জন প্রার্থীর সঙ্গে কথা বলে ও যোগাযোগ করে এ তথ্য জানা গেছে। তাঁদের অনেকে বলছেন, ভোটে তাঁদের ভালো করার যথেষ্ট সম্ভাবনা আছে।


আগামী ৮ মে প্রথম ধাপে ১৫০ উপজেলা পরিষদের নির্বাচন হবে। খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপির সাবেক ও বর্তমান মিলে অন্তত ৪৫ জন নেতা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। কিন্তু দলের নীতিনির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটি গত সোমবার সিদ্ধান্ত নিয়েছে, বিএনপি দলীয়ভাবে উপজেলা নির্বাচনে অংশ নেবে না। এ বার্তা ইতিমধ্যে সাংগঠনিকভাবে মাঠপর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us