টেসলা ও স্পেসএক্সের মালিক মার্কিন ধনকুবের ইলন মাস্কের আগামীকাল রোববার দুই দিনের সফরে ভারতে আসার কথা ছিল। ঠিক ছিল এই সফরে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন। আরও ঠিক ছিল, তিনি ভারতে ২০০ থেকে ৩০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিতে পারেন।
কিন্তু আজ শনিবার সকালে ইলন নিজেই জানিয়েছেন, বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার কাজেই তিনি আটকে পড়েছেন। তাই এখনই ভারত সফরে যেতে পারছেন না।