গতকাল আবাহনী-মোহামেডান ম্যাচ ছিল হকির অঘোষিত ফাইনাল। সেই ফাইনালে ওমানী আম্পায়ারের সিদ্ধান্তে দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান রিফিউজ টু প্লে করেছে। এমন ঘটনায় ক্রীড়াঙ্গন চলছে নানা আলোচনা-সমালোচনা।
মোহামেডানের সাবেক পরিচালক ও হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খন্দকার জামিল উদ্দিন মোহামেডান ও ফেডারেশন উভয়কে কাঠগড়ায় দাড় করালেন, ‘আমরা এই লিগেই দেখেছি অনেক ম্যাচ দেড়-দুই ঘন্টা বিলম্ব হয়েছে। ফেডারেশনের হস্তক্ষেপে অচলাবস্থা নিরসন হয়ে পুনরায় খেলেছে। গতকাল এত গুরুত্বপূর্ণ শিরোপা নির্ধারণী খেলায় এমন ঘটনায় ফেডারেশনের অবশ্যই একটা ভূমিকা রাখা উচিত ছিল। এতে ফেডারেশনের উপর পক্ষপাতের অভিযোগ যেমন উঠে তেমনি ঘটনা যাই ঘটুক মোহামডানের খেলা উচিত ছিল। একজন খেলোয়াড় কম নিয়েও ফুটবল, হকিতে জয়ের ঘটনা রয়েছে। মোহামেডান ম্যাচে এগিয়েই ছিল।’