ঈদ-বৈশাখ উৎসবে গানময় জীবন

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৪, ১৯:০৪

গীতিকবি হিসেবে তার লম্বা ক্যারিয়ার। সেই শূন্য দশকের মাঝামাঝিতে শুরুটা করেছিলেন। মুখর পথচলা এখনও রেখেছেন জারি, সমান ছন্দে, গতিতে। তিনি রবিউল ইসলাম জীবন। এই যেমন এবারের ঈদ-বৈশাখ উৎসবেও একগুচ্ছ গান উপহার দিয়েছেন তিনি। 


জীবনের কথায় এই দুইটি উৎসবে শ্রোতারা পেয়েছেন অন্তত দশটি গান। এসব গানে কণ্ঠ দিয়েছেন ইমরান, কোনাল, মাহতিম শাকিব, অবন্তি সিঁথি, শাওন গানওয়ালা, লুইপা, আতিয়া আনিসা, পিন্টু ঘোষ, বালামের মতো তারকারা। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us