শিব নারায়ণ দাশ মারা গেছেন। আমি জানি আজকের প্রজন্মের অনেকেই তাকে চেনে না। নামও শোনেনি। কীভাবে জানবে তারা? যারা জানানোর কথা, বলার কথা, লেখার কথা— তারা কি সেটা করেছেন? করেননি বলেই একা হারিয়ে গেলেন বাংলাদেশের প্রথম পতাকার অন্যতম নকশাকার।
বর্ণাঢ্য জীবন কাকে বলে? যে মানুষটি শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের হাত ধরে রাজনীতিতে এসেছিলেন তিনি আদর্শিক মানুষ হবেন এটাই স্বাভাবিক। ভাষাসংগ্রামী ও মুক্তিযুদ্ধের শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের হাত ধরে রাজনীতিতে আসেন শিব নারায়ণ দাশ। ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন অংশগ্রহণ করে কারাবরণ করেন তিনি।