নিরাপদ রাসায়নিক শিল্প পার্কের জন্য আর কত অপেক্ষা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৪, ১০:২০

তিনশ একর প্রকল্প এলাকার বেশির ভাগই বালু ফেলে ভরাট করা হয়েছে। এ কাজেরও রয়েছে কিছু বাকি। এরমধ্যেই বিস্তীর্ণ এ ফাঁকা জায়গার চারপাশে সীমানা প্রাচীর নির্মাণের কাজ করছেন শ্রমিকরা। উত্তর দিকের সীমানা প্রাচীরের ভিত্তি তৈরি শেষে লোহার কলাম করে ঢালাইয়ের কাজ হয়েছে। এর ওপর করা হবে সীমানা দেয়াল। অন্য অংশে লোহার কলাম তৈরি করে বসানো হয়েছে। 


কর্মরত শ্রমিকরা বলছেন, গত ডিসেম্বর থেকে সীমানা প্রাচীর নির্মাণ তৈরি করছেন তারা। পুরো ঘিরে ফেলার এ কাজ শেষ হতে লেগে যাবে বছরখানেক। 


পুরান ঢাকায় একের পর এক ভয়াবহ দুর্ঘটনায় প্রাণহানির মধ্যে একটি নিরাপদ রাসায়নিক শিল্পনগরী গড়ে তোলার উদ্যোগের প্রায় দেড় দশক পরও প্রকল্প এলাকার বাহ্যিক বাস্তবায়ন অগ্রগতি বলতে এটুকুই। পুরো প্রকল্পের বাস্তবায়ন প্রক্রিয়া চলছে ঢিমেতালেই। রাসায়নিক দুর্ঘটনার খনি পুরান ঢাকার অলি ঘুপচির কারখানা কবে সরবে সেই হিসাব বহুদূর। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us