সন্তানের কাছে মা–বাবাই প্রথম শিক্ষক। আর তাঁরাই সন্তানকে সবচেয়ে বেশি প্রভাবিত করতে পারেন। তাই সন্তানের অভিভাবক হিসেবে মা–বাবার দায় প্রথম। সাধারণ আদবকেতা থেকে শুরু করে ভালো মানুষ, ভালো বন্ধু, সঙ্গী আর রাষ্ট্রের সুনাগরিক হওয়ার শিক্ষা একটি শিশু প্রথম পায় ঘর থেকেই। আপনার সন্তানকে যে ৫টি বিষয় শেখাবেন, জেনে নেওয়া যাক-
১. সুন্দর করে কথা বলা, গল্প করা
গল্প বলা অনেক দারুণ একটা গুণ। আপনার সন্তানকে অনুপ্রেরণামূলক গল্প শোনান। পাশাপাশি তাকে কীভাবে গল্প বলতে হয়, সেটাও শেখান। রাতে গল্প শোনাতে শোনাতে ঘুম পাড়ান। বই পড়তে শেখান। এ কারণে নিজে বই পড়ুন। আপনার সন্তান যদি বই পড়তে পারে আর গল্প করতে পারে, তাহলে বাকি জীবনে তাঁকে আর একাকিত্বে ভুগতে হবে না। গল্প বলা, কথা বলা, নিজের যুক্তিগুলো সুন্দরভাবে উপস্থাপন করা একটা শিল্প। এই শিল্প সবাই আয়ত্ত করতে পারে না। অনেক যোগ্যতাসম্পন্ন মানুষও অন্য মানুষের সামনে কথা বলতে ইতস্তত বোধ করেন, জড়তা কাজ করে। আপনার সন্তানকে বলতে দিন। সন্তানের কথা মন দিয়ে শুনুন। জনসম্মুখে কীভাবে কথা বলতে হয় শেখান। তাহলে আত্মবিশ্বাসেরও অভাব হবে না। তৈরি হবে না হীনম্মন্যতা।