২০২২ সালের জানুয়ারি মাসে নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী ও বসুরহাট পৌরসভার চেয়ারম্যান আবদুল কাদের মির্জার মধ্যে কয়েক দফা বাহাস হয়েছিল। সেই বাহাসের বিষয় ছিল দলীয় রাজনীতি ও জাতীয় নির্বাচন। মির্জা কাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অনুজ। তিনি সে সময় বড় ভাইকেও ছেড়ে কথা বলেননি। তবে তাঁর মূল লক্ষ্য ছিলেন নোয়াখালীর অন্য পাঁচ সংসদ সদস্য।
কাদের মির্জা বলেছিলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হলে নোয়াখালীর সংসদ সদস্যরা পালানোর পথ পাবেন না।’ ভাগ্য ভালো বলতে হবে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্যদের, মির্জা কাদের ও দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী গত ৭ জানুয়ারির নির্বাচনটি হয়নি এবং নোয়াখালীর সংসদ সদস্যদেরও পালিয়ে যেতে হয়নি।